রাঙ্গামাটি ভ্রমন
কাপ্তাই লেক
কি কি দেখবেন?
১) শুভলং ঝর্ণাঃ
কেবল বর্ষাকালে শুভলং ঝর্নার পানি থাকলেও অসাধারন শুভলং চ্যানেল দেখতে সারা বছরই পর্যটকদের আগমন ঘটে এখানে। ঘুরে দেখতে পারেন শুভলং আর্মী ক্যাম্প ও শুভলং বাজার। রাঙ্গামাটির রিজার্ভ বাজার থেকে শুভলং আপ-ডাউন রিজার্ভ বোট ভাড়া প্রায় ১২০০ টাকা।খরচ কমাতে এবং ইঞ্জিন বোটের ইঞ্জিনের বিকট শব্দ থেকে রক্ষা পেতে রিজার্ভ বাজার থেকে লঞ্চে শুভলং যেতে পারেন। লঞ্চ ভাড়া জনপ্রতি ৫০ টাকা।
২) ঝুলন্ত ব্রিজঃ
দুই পাহাড়ের মাঝে প্রায় ঝুলন্ত এই ব্রিজটি দেখতে রাঙ্গামাটিতে অসংখ্য পর্যটকের আগমন ঘটে। ব্রিজের এক পাশের পাহাড়ের উপর রয়েছে শিশুদের জন্য দোলনা, স্লিপার সহ অন্যান্য বিনোদনের ব্যবস্থা।ব্রিজের নিচ থেকে নৌকা ভাড়া করে লেকে ভ্রমন করতে পারেন। ঝুলন্ত ব্রিজে প্রবেশ ফি জনপ্রতি ১০ টাকা।শহরের তবলছড়ি থেকে ঝুলন্ত ব্রিজে সিএনজি ভাড়া ৫০-৬০ টাকা, বনরূপা থেকে ১২০ টাকা।
৩) রাজবন বিহারঃ
রাঙ্গামাটি ঘুরতে গেলে আবশ্যই রাঙ্গামাটির ঐতিয্যবাহী রাজবন বিহার ঘুরে আসবেন।এটি রাঙ্গামাটি জেলার চাকমাসহ অন্যান্য উপজাতীদের প্রধান বিহার। মূলত পাশ্চাত্য ধাচের নৈর্মান কৌশল ও স্থাপত্যের কারনে পর্যটকদের আকর্ষন এই বিহারটি। বিহারে গেলে বনভান্তেরর (ধর্মগুরু) মমি দেখে আসবেন। রাজবন বিহারের পাশেই চাকমা রাজার বাড়ি।রাজবাড়ি যেতে নৌকা পারাপার জনপ্রতি ৫ টাকা। শহরের বনরূপা থেকে রাজবন বিহারের সিএনজি ভাড়া ৫০ টাকা, তবলছড়ি থেকে ১২০ টাকা।
*** রিজার্ভ বাজার থেকে ১৫০০ টাকায় বোট নিয়ে উপরের ৩/৪ টি স্পট সাথে টুকটুকি ইকো ভিলেজ, চাংপাং, পেদাটিংটিং একসাথে ঘুরতে পারেন। তবে শেষ ৩ টি স্পট মুলত দ্বীপের মধ্যে খাবার রেস্ট্যুরেন্ট।খাবার সামান্য কস্টলি হলেও পরিবেশ ও পাহাড়ি ধাচের কিছু খাবারের জন্য অন্তঃত একবেলা এখানে খেয়ে নিবেন।
৪) শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্কঃ কাপ্তাই অবস্থিত পার্কটিতে রয়েছে বাংলাদেশের ধীর্ঘতম (২.৫ কিঃমিঃ) ক্যবল কার।পার্কে প্রবেশ ফি ২৩ টাকা এবং ক্যাবল কারের টিকেট ফি ২৩০ জনপ্রতি টাকা (বাচ্চাদের ১১৫ টাকা) টাকার পরিমান একটু বেশি মনে হলেও ১৫ মিনিটের এক অসাধারন এডভ্যাঞ্চার উপভোগ করবেন এই ক্যবল কার ভ্রমনে। রাঙ্গামাটি হতে ইকো পার্কের বাস ভাড়া জনপ্রতি ৬০ টাকা।
৫) ঝুম রেস্তোরাঃ
কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এই ট্যুরিস্ট স্পটটি শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্ক থেকে ৬ কিঃমিঃ দূরে অবস্থিত। প্রবেশ ফি ১০ টাকা।এখানে বসে উপভোগ করবেন পাহাড়ী নদী, নদীর বাক, পাহাড় এবং চা বাগান। দুপুরের খাবার এখানেই সেরে নিবেন। আর নৌকায় নদী ভ্রমন মোটেও মিস করবেন না।নদীর দুই পাশে খাড়া পাহাড় ও অরণ্যের কারনে বাংলাদেশের যে কোন নদী অপেক্ষা এখানে নৌ ভ্রমনের স্বাদই আলাদা।
৬) চিৎমরম গ্রাম ও টাওয়ারঃ
ঝুম রেস্তরা হতে ৪ কিঃমিঃ দূরে চিৎমরম। এখানে রয়েছে বনবিভাগের নির্মিত ২ টি টাওয়ার। দূরদূরান্তের পাহাড়, কাপ্তাই লেক, কর্নফুলী নদী উপভোগ করা যাবে এই পাহাড় থেকে। হাতে সময় থাকলে নদী পাড় হয়ে ঘুরে আসতে পারেন চিৎমরম গ্রামে।মার্মা অধ্যুষিত এই গ্রামে মার্মাদের কৃষ্টি-কালচার দেখার পাশাপাশি চিৎমরম মন্দিরও ঘুরে দেখতে পারেন। *** রাঙ্গামাটি হতে ১৫০০-২০০০ টাকায় সিএনজি অথবা ৩০০০-৪০০০ টাকায় মাইক্রবাস রিজার্ভ নিয়ে কাপ্তাই উপজেলার শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্ক,ঝুম রেস্তোরা,চিৎমরম গ্রাম ও টাওয়ার দেখতে পারেন।রিজার্ভ গাড়িতে অসাধারন প্রাকৃতিক সৌন্দয্যে ভরপুর রাঙ্গামাটি-কাপ্তাই এর নতুন রাস্তা ভ্রমন করতে পারেন যা বাসে ভ্রমনে সম্ভব নয়। আর আগে থেকেই অনুমতি নিয়ে আসলে কাপ্তাই এ জলবিদ্যুৎ প্রকল্প ও কর্ণফুলী পেপার মিল ঘুরে দেখতে পারেন।
*** রাঙ্গামাটি বেড়াতে আসলে অবশ্যই একদিন কাপ্তাই উপজেলার জন্য বরাদ্দ রাখা উচিত।
কিভাবে যাবেন ?
ঢাকা হতেঃ ঢাকার ফকিরাপুল মোড় /সায়দাবাদ জনপদের মাথায় রাঙ্গামাটিগামী অসংখ্য বাস কাউন্টারের অবস্থান। সকল বাসই সকাল ৮.০০ হতে ৯.০০ টা এবং রাত ৮.৩০ হতে ১১.০০ এর মধ্যে ঢাকা ছাড়ে। ভাড়াঃ ঢাকা-রাঙ্গামাটিঃ এসি ৯০০ টাকা (শ্যামলী), বিআরটিসি এসি ৭০০ টাকা, নন এসি সকল বাস- ৬২০ টাকা।
চট্টগ্রাম হতেঃ চট্টগ্রামের অক্সিজেন মোড়ে রাঙ্গামাটিগামী বাস কাউন্টার সমূহের অবস্থান। এখানে লোকাল ও ডাইরেক্ট দুই রকমের বাস পাওয়া যায়। ভাড়া সামান্য বেশি হলেও ডাইরেক্ট বাসে উঠাই বুদ্ধিমানের কাজ। ভাড়াঃ চট্টগ্রাম- রাঙ্গামাটিঃ ১২০ টাকা
★★★Online Earning Easy way : https://onlineearningeasyways.blogspot.com/2021/05/pi-network.html?m=1
রাঙ্গামাটি হোটেল এবং রিসোর্টের ঠিকানাসমূহ জেনে নিন
কোথায় থাকবেন ?
পর্যটন হলিডে কমপ্লেক্স :
১২ টি শীতাতপ নিয়ন্ত্রিত রুম রয়েছ। প্রতিটির ভাড়াঃ ১৮০০-২০০০ টাকা, ৭টি শীতাতপ নিয়ন্ত্রনহীন রুম রয়েছে প্রতিটির ভাড়াঃ ৮০০-১০০০ টাকা ।ফোনঃ ০৩৫১-৬৩১২৬
রংধনু গেস্ট হাউজঃ
ভাড়া ফযামিলি বেড ৬৫০ টাকা, কাপল বেড ৫০০ টাকা । ফোনঃ ০১৮১৬৭১২৬২২, ০১৭১২৩৯২৪৩০
পর্যটন মোটেলঃ
রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের পাশেই অবস্থিত।ভাড়া নন এসি টুইন বেড- ১২০০ টাকা, এসি টিন বেড- ২০০০ টাকা। ফোন- ০৩৫১-৬৩১২৬
হোটেল সুফিয়া :
ফিসারী ঘাট, কাঁঠালতলী, রাঙ্গামাটি। কক্ষ সংখ্যা: ৬২টি ১. শীতাতপ নিয়ন্ত্রিত : ২৭টি (ডবল-১৭ ও সিঙ্গে-১০) ২. সাধারণ কক্ষ : ৩৫টি (ডবল) ভাড়ার পরিমাণ: ১. শীতাতপ নিয়ন্ত্রিত : * সিঙ্গেল-৯০০/- * ডবল- ১,২৫০/- ২. সাধারণ কক্ষ : ৮০০/- টাকা যোগাযোগ : ব্যবস্থাপক হোটেল সুফিয়া, ফিসারীঘাট, কাঁঠালতলী, রাঙ্গামাটি। ফোন: ০৩৫১-৬২১৪৫, ৬১১৭৪ মোবাইল: ০১৫৫৩৪০৯১৪৯
হোটেল গ্রীন ক্যাসেল :
৭ টি শীতাতপ নিয়ন্ত্রিত রুম রয়েছ। প্রতিটির ভাড়াঃ ১২০০ হতে ১৮০০ টাকা পর্যন্ত , ১৬টি শীতাতপ নিয়ন্ত্রনহীন রুম রয়েছে প্রতিটির ভাড়াঃ ৭০০ হতে ১৬০০ টাকা পর্যন্ত ।যোগাযোগঃ ০৩৫১-৭১২১৪, ৬১২০০, ০১৭২৬-৫১১৫৩২, ০১৮১৫-৪৫৯১৪৬
হোটেল গ্রীণ :
ক্যাসেল রিজার্ভ বাজার, রাঙ্গামাটি। কক্ষ সংখ্যা: ২৩টি ১. শীতাতপ নিয়ন্ত্রিত : ০৭টি - ডিলাক্স : ০২ - থ্রি-বেড : ০১ ২. সাধারণ কক্ষ : ১৬টি - ফোর বেডেড : ০৪ - থ্রি বেডেড : ০২ - ছয় বেডেড : ০১ ভাড়ার পরিমাণ: ১. শীতাতপ নিয়ন্ত্রিত : ১,১৫০/- টাকা হতে ১,৬০০/- টাকা ২. সাধারণ কক্ষ : ৭৫০/- টাকা হতে ১,৫০০/- টাকা যোগাযোগ : ব্যবস্থাপক হোটেল গ্রীণ ক্যাসেল, রিজার্ভ বাজার, রাঙ্গামাটি। ফোন: ০৩৫১-৭১২১৪, ০৩৫১-৬১২০০ মোবাইল: ০১৭২৬৫১১৫৩২, ০১৮১৫৪৫৯১৪৬
মোটেল :
জজ কলেজ গেইট, রাঙ্গামাটি। কক্ষ সংখ্যা: ২১টি ১. শীতাতপ নিয়ন্ত্রিত : ০৬টি (ডবল-০৩, সিঙ্গেল-০১ ও কাপল-০১) ২. সাধারণ কক্ষ : ১৫টি (ডবল-১২, সিঙ্গেল-০২ ও কাপল- ০১) ভাড়ার পরিমাণ: ১. শীতাতপ নিয়ন্ত্রিত : ৯০০/- টাকা হতে ১,১০০/- টাকা। ২. সাধারণ কক্ষ : ৩৫০/- টাকা হতে ৭০০/- টাকা যোগাযোগ : ব্যবস্থাপক মোটেল জজ, কলেজ গেইট, রাঙ্গামাটি। ফোন: ০৩৫১-৬৩৩৪৮, মোবাইল: ০১৫৫৮৪৮০৭০১
হোটেল আল-মোবা :
নতুন বাস স্টেশন, রিজার্ভ বাজার, রাঙ্গামাটি। কক্ষ সংখ্যা: ২৪টি ১. শীতাতপ নিয়ন্ত্রিত : ০৭টি ২. সাধারণ কক্ষ : ১৭টি ভাড়ার পরিমাণ: ১. শীতাতপ নিয়ন্ত্রিত : ১,২০০/- ২. সাধারণ কক্ষ : ৩০০/- টাকা হতে ৫০০/- টাকা যোগাযোগ : ব্যবস্থাপক হোটেল আল-মোবা, নতুন বাস ষ্টেশন, রিজার্ভ বাজার, রাঙ্গামাটি। ফোন: ০৩৫১-৬১৯৫৯ মোবাইল: ০১৮১১৯১১১৫৮
হোটেল মাউন্টেন :
ভিউ সিদ্ধি ভবন, পর্যটন রোড, রাঙ্গামাটি। কক্ষ সংখ্যা: ১৮টি ১. শীতাতপ নিয়ন্ত্রিত : ০১টি ২. সাধারণ কক্ষ : ১৭টি (ডবল-১১, সিঙ্গেল-০৬) ভাড়ার পরিমাণ: ১. শীতাতপ নিয়ন্ত্রিত: ১,২০০/- টাকা ২. সাধারণ কক্ষ : ২০০/- টাকা হতে ১,২০০/- টাকা যোগাযোগ : ব্যবস্থাপক হোটেল মাউন্টেন ভিউ সিদ্ধি ভবন, পর্যটন সড়ক, রাঙ্গামাটি। ফোন: ০৩৫১-৬২৭৪৮ মোবাইল: ০১৫৫৩৪৪০৩২৪
হোটেল ডিগনিটি :
কালিন্দীপুর, রাঙ্গামাটি। কক্ষ সংখ্যা: ২৪টি সাধারণ কক্ষ : ২৪টি ভাড়ার পরিমাণ: সাধারণ কক্ষ: ২০০/- টাকা হতে ২৫০/- টাকা যোগাযোগ : ব্যবস্থাপক হোটেল ডিগনিটি কালিন্দীপুর, রাঙ্গামাটি। ফোন: ০৩৫১-৬২৩৬৪
হোটেল শাপলা :
নিউ কোর্ট বিল্ডিং সড়ক, রাঙ্গামাটি। কক্ষ সংখ্যা: ৩৬টি সাধারণ কক্ষ : ৩৬টি ভাড়ার পরিমাণ: সাধারণ কক্ষ : ১৫০/- টাকা হতে ২৫০/- টাকা যোগাযোগ : ব্যবস্থাপক, হোটেল শাপলা, নিউ কোর্ট বিল্ডিং সড়ক, রাঙ্গামাটি। মোবাইল: ০১৮১৯৬৩৬৯৫৫
হোটেল রাজু :
নতুন বাস ষ্টেশসন, রিজার্ভ বাজার, রাঙ্গামাটি। কক্ষ সংখ্যা: ২৫টি সাধারণ কক্ষ : ২৫টি (তিন বেড ০৬ ও দুই ০১) ভাড়ার পরিমাণ: সাধারণ কক্ষ : ৮০/- টাকা হতে ৬৫০/- টাকা যোগাযোগ : ব্যবস্থাপক, হোটেল রাজু, নতুন বাস ষ্টেশন, রিজার্ভ বাজার, রাঙ্গামাটি। ফোন: ০৩৫১-৬২৯১০ মোবাইল: ০১৮১১২৫৮৩০৫, ০১৮২০৩০৩৫৭৪
হোটেল ড্রিমল্যান্ড :
নিউ কোর্ট বিল্ডিং সড়ক, রাঙ্গামাটি। কক্ষ সংখ্যা: ১৫টি সাধারণ কক্ষ : ১৫টি ভাড়ার পরিমাণ: সাধারণ কক্ষ : ১৫০/- টাকা হতে ৬০০/- টাকা যোগাযোগ : ব্যবস্থাপক, হোটেল ড্রিমল্যান্ড, নিউ কোর্ট বিল্ডিং সড়ক, রাঙ্গামাটি। ফোন: ০৩৫১-৬১৪৪৬
ঢাকা- রাঙামাটিঃ
• Hanif Enterprise = 620 TK (Non AC)
• Shyamoli Paribahan = 620 TK (Non AC)
• Unique Paribahan = 620 TK (Non AC)
• S Alam Paribahan = 620 TK (Non AC)
• Dolphin Paribahan = 600 TK (Non AC)
• Shyamoli Paribahan = 800 TK (Economy Class)
No comments:
Post a Comment